গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে কিন্তু হীরক বিদ্যুৎ অপরিবাহী কেন ?
হীরক অনুতে কার্বনের সর্ববহিস্থ স্তরের সবকয়টি (৪ টি) ইলেকট্রন কার্বন-কার্বন বন্ধন তৈরীতে ব্যবহৃত হয়, ফলে প্রবাহিত হবার মত কোন ইলেক্ট্রন থাকে না। অপর দিকে, গ্রাফাইটে কার্বনের সর্ববহিস্থ স্তরের ৩টি ইলেক্ট্রন কার্বন-কার্বন বন্ধন তৈরীতে ব্যবহৃত হয়, ফলে প্রতিটি পরমাণুতে একটি ইলেক্ট্রন থেকে যায়, যা গ্রাফাইটের পুরো কাঠামো জুড়ে প্রবাহিত হতে পারে... আর ইলেক্ট্রনের প্রবাহই যেহেতু বিদ্যুৎ প্রবাহ তাই গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। একটু কঠিন করে বললে, হীরকের কার্বনের sp3 সঙ্করন হয় কিন্তু গ্রাফাইটে কার্বনের sp2 সংকরন হয় বিধায় 2pz অরবিটালটি মুক্ত অবস্থায় থাকে, ফলে গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণুর অসংকরিত অরবিটাল মিলে পুরো গ্রাফাইট জুড়ে ইলেক্ট্রনের সঞ্চরনশীলতা তৈরী করে, তাই গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী।