Voice Change Note with pdf
Voice Change Voice হলো Verb এর গঠন যার দ্বারা Subject নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তা বুঝায়। Voice দু'প্রকারঃ(i) Active voice (ii) Passive voice Active voice: যে Sentence এ Subject নিজে সক্রিয় বা active হয়ে কাজ সম্পন্ন করে, সে Sentence-এ verb এর Active voice হয়। I do the work ব্যাখ্যাঃ উপরের Sentence এ Subject "I" নিজে কাজটি করে। "I" Subject এখানে সক্রিয় বা active. তাই Sentence টি Active Voice. Passive Voice: যে Sentence এ Subject নিজে কাজ সম্পন্ন করে না বরং object এর কাজটি তার উপর এসে পড়ে তখন সে Sentence এ Verb এর Passive Voice হয়। The work is done by me. ব্যাখ্যাঃ উপরের Sentence-এ Subject The work নিজে is done এর কার্য সম্পন্ন করে না বরং অন্য কর্তৃক সম্পন্নকৃত কার্যের ফল ভোগ করে। তাই Sentence টি Passive voice. Qbject চিনিবার উপায়: (1) সাধারণতঃ মূল Verb-এর পর Object থাকে। The boys are playing football. ব্যাখ্যাঃ উপরের Sentence এ "Play" মূল Verb এবং football এ noun-টি তার পরে বসায় তা object. (ii) অনেক সময় Active Voice- এ দু'টি Ob